আজকাল ওয়েবডেস্ক: কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টালবাহানা চলছেই। শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর কণ্ঠস্বররের নমুনা সংগ্রহ করার কথা ছিল, তৈরি ছিল বিশেষ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স। কিন্তু জানা যায়, বৃহস্পতিবার রাতে তাঁকে আচমকাই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। তার আগে তিনি ভর্তি ছিলেন কার্ডিওলজির ব্লকের ৩ তলার ১ নম্বর কেবিনে। আচমকা কেন রাতারাতি এই সিদ্ধান্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাসপাতাল সূত্রের খবর বৃহস্পতিবার রাতে আচমকা তাঁর বুকে ব্যথা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্র যে শয্যায় ভর্তি হয়েছেন, তা আদতে শিশুদের জন্য বরাদ্দ একটি শয্যা। আদালতের নির্দেশের পরেই কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে নানা কারণে তা হয়ে ওঠেনি। হাসপাতালের ভূমিকাতেও আজ ক্ষোভ প্রকাশ করেছে ইডি। মেডিক্যাল রিপোর্ট দেখতে চেয়েছে বলেও খবর সূত্রের।