আজকাল ওয়েবডেস্ক: বারানসীর মদনপুরার সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরের দরজা খুলে গেল। ২০০ বছরের পুরাতন এই মন্দিরটি গত ৭০ বছর ধরে বন্ধ ছিল। বিশেষ পুজোঅর্চনা করে এই মন্দিরকে ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হল। এই মন্দিরকে ঘিরে সামাজিক মাধ্যমে যথেষ্ট উৎসাহ ছিল। মন্দিরটি খোলার জন্য জেলাশাসকের দপ্তরে বিশেষ পরামর্শ নেওয়া ছিল বেশ কঠিন কাজ। তবে সেই অনুমতি নেওয়ার পর খুলে গেল মন্দিরের দরজা। এটি একটি সরকারি জমি ছিল বলে মন্দির ফের খুলতে এতবছর সময় লেগে গেল।

 


এদিন মন্দির খোলার সময় সেখানে স্থানীয় পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। তবে কোনও বাধা না পেয়ে অতি সহজেই খুলে যায় মন্দিরের দরজা। ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া হয়। 


এদিন মন্দির খোলার পর দেখা যায় সেখানে তিনটি শিবের মূর্তি পাওয়া যায়। তবে অবাক করা ঘটনা হল সেগুলি সবই প্রায় অক্ষত অবস্থায় ছিল। মন্দিরের ভিতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর কীভাবে এই মূর্তিগুলি অক্ষত ছিল সেই নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। ভক্তরা মনে করছেন শিবের মহিমাতেই ৭০ বছর ধরে সুরক্ষিত ছিল এই মূর্তি তিনটি। 

 


এবার এই মন্দিরটি ফের নতুন করে সারিয়ে তোলা হবে বলেই জানিয়েছে সেখানকার পুরসভা কর্তৃপক্ষ। এই মন্দিরের সঙ্গে প্রাচীন ঐতিহ্য জড়িয়ে রয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ভগবান নিজের ইচ্ছাতেই তার মূর্তি তিনি সংরক্ষণ করে রেখেছেন বলেই দাবি করছেন মন্দিরের পুরোহিতরা। এবার থেকে রোজ এই মন্দিরে নিয়ম মেনেই পুজো দেওয়া হবে বলেই জানিয়েছেন পুরোহিতরা। বারানসীর ইতিহাসে এই মন্দির নতুন করে তার মহিমা প্রচার করবে বলেই মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। 


এই মন্দিরের ভিতরে যেভাবে শিবের মূর্তিগুলি অক্ষত ছিল তা দেখে ইতিমধ্যেই ভক্তদের ভিড় উপচে পড়ছে। বহু দূর থেকেও ভক্তরা এই তিন শিবমূর্তির মন্দিরকে দেখতে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বারানসীতে অলৌকিক ঘটনা এর আগেও ঘটেছে। এই মন্দির খোলার পর ফের এখানকার মানুষের বিশ্বাস আরও দৃঢ় হল।