শ্রাবণের শেষ দিনে, বঙ্গে তুমুল বর্ষণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানাল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর শুক্রবার জানিয়েছে, আগামী তিনদিন টানা বর্ষণ হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।
2
5
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে। নিম্নচাপ তৈরি হওয়ার পর, আগামী একদিনের মাথায় তা আরপ শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে। আর তার প্রভাবেই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের সম্ভাবনা।
3
5
কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
4
5
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবারের পর, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সোম এবং মঙ্গলবারও। সোম এবং মঙ্গলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় । পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
5
5
তবে ভারী বৃষ্টির পর, আপাতত বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে জেলাগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি এবং মালদা জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।