আজকাল ওয়েবডেস্ক : অন্য দলগুলি আপের নীতিকেই তাদের নীতি হিসাবে কাজে লাগিয়ে বাজিমাত করছে। দিল্লিতে আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, অন্য দলগুলি জানে না কিভাবে দেশের মানুষের উন্নতি করতে হবে। তাই তারা এবার আপের দেখানো পথই বেছে নিয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি আপ দিয়েছিল তাকে অনুসরণ করেছে সকলে। পাশাপাশি বিনামূল্যে শিক্ষাদানের বিষয়টিও তাদের থেকেই লোকে কাজে লাগিয়েছে। কেজরিওয়াল এদিন আরও বলেন, প্রতিটি সরকারেরই উচিত শিক্ষাকে সবার আগে প্রাধান্য দেওয়া। স্বাধীনতার পর থেকে যদি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হত তবে ভারতবর্ষের পরিস্থিতি অন্যরকম হত। যদি আপ ৫ বছরের মধ্যে সকলের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে তবে বিগত ৭৫ বছর ধরে কেন তা করা হয়নি ? আপ তার নীতি সম্পর্কে ওয়াকিবহাল তাই তারা অন্যদের থেকে টুকে পাস করে না। যে প্রতিশ্রুতি তারা দিতে পারবে না তা আপ কখনই দেয় না বলে এদিন জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।