আজকাল ওয়েবডেস্ক: ফের মুম্বইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। কিশোরের ভুলে প্রাণ গেল ফুটপাতবাসী এক চার বছরের নাবালকের। আহত মৃত নাবালকের বাবাও। এই ঘটনায় কিশোরকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। মুম্বইয়ের ওয়াডালা এলাকায় আম্বেদকর কলেজের সামনে। গতকাল রাতে ভিলে পার্লে এলাকার বাসিন্দা সন্দীপ গোলে নামে এক কিশোর এসইউভি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। আচমকা নিয়ন্ত্রণ হারায় সে। সঙ্গে সঙ্গে গাড়িটি তুলে দেয় ফুটপাতের উপর। সে সময় ফুটপাতের উপর শুয়ে ছিল চার বছরের আয়ুষ লক্ষ্মণ কিনভারে আর তার বাবা। কিশোরের গাড়ির চাকা পিষে দেয় তাদের। 

দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা। 

দুর্ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কিশোরকে। তার গাড়িটিও আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় অভিযুক্ত কিশোর মদ্যপ অবস্থায় ছিল না। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।