আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েল। হামলায় মৃত অন্তত ৫০। আহত আরও অনেকে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে হামলা চালায় ইজরায়েল। জানা গেছে স্কুলদুটিতে বাস্তুহারারা আশ্রয় নিয়েছিল। সোমবার সেখানে বিমান হামলা চালায় ইজরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইজরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় অন্তত ১৫ হাজার ৮৯৯ জন প্যালেস্তাইনি মারা গেছেন। মৃতদের ৭০ শতাংশই মহিলা বা ১৮ বছরের কম বয়সী শিশু। হাজার হাজার মানুষ নিখোঁজ। আহত অন্তত ৩০ হাজার।
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইজরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় অন্তত ১৫ হাজার ৮৯৯ জন প্যালেস্তাইনি মারা গেছেন। মৃতদের ৭০ শতাংশই মহিলা বা ১৮ বছরের কম বয়সী শিশু। হাজার হাজার মানুষ নিখোঁজ। আহত অন্তত ৩০ হাজার।
