আজকাল ওয়েবডেস্ক:  ভারতীয়দের কাছে আধার কার্ডের গুরুত্ব যথেষ্ট বেশি। তবে কাজ চালানোর জন্য অনেকে মাস্কড আধার কার্ডও ব্যবহার করেন। আপনার আধার কার্ড যাতে কোনও ভুল হাতে না পড়ে যায় বা তার অপব্যবহার না হয়ে যায় সেদিকে নজর রাখাও আপনার কাজ। আধার কার্ডের নম্বর কাজে লাগিয়ে অনেকেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে।

 

এখানেই উঠে এসেছে মাস্কড আধার কার্ড। তবে এটা অনেকেই জানলে অবাক হয়ে যাবেন যে ৭৩ শতাংশ ভারতীয় মাস্কড আধার কার্ড সম্পর্কে জানেন না। কোনও থার্ড পার্টির কাছে যাতে আধারের তথ্য না যায় সেজন্য এই মাস্কড আধার কার্ড তৈরি করা হয়েছে। মাস্ক আধার কার্ড আপনার আসল আধার কার্ডের মতোই কার্যকরী। সেখানেও ৮ ডিজিটের নম্বর থাকবে। তবে মজার কথা হল সেখানে শেষ চারটি আধার নম্বরই শুধু দেখা যাবে। আধার কার্ডের সমস্ত সুবিধাই আপনি মাস্কড আধার কার্ড থেকে ভোগ করতে পারবেন। 

 


কীভাবে পাবেন এই মাস্কড আধার কার্ড। আপনাকে প্রথমে মাইআধারকার্ডের পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে নিজের আধার নম্বর দিতে হবে। এরপর নিজের ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপরই সেখান থেকে আধার ডাউনলোড অপশনটি আসবে। আপনি নিজের মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে পারবেন কিনা সেটা জানতে চাওয়া হবে। এরপরই নিজের মাস্কড আধার কার্ডটি আপনি ডাইনলোড করতে পারবেন। 

 


এই মাস্কড আধার কার্ড দিয়ে আধার কার্ডের সমস্ত কাজই আপনি করতে পারবেন। একে একটি পূর্ণ আধার কার্ড হিসাবেই কাজে লাগাতে পারবেন। তবে আগের থেকেও সুরক্ষিত থাকবে আপনার আধার নম্বর।