সমীর ধর, আগরতলা : তিন রাজ্যে বিজেপির জয়ের খবরে মুহূর্তে শুনশান আগরতলা শহর। যদিও ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রবিবার সন্ধে অবধি ত্রিপুরার কোনও জেলা থেকে বড় হিংসাত্মক ঘটনার খবর নেই। সম্ভবত কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতেই আগরতলা শহরে এদিন বিকেলে বিজেপি-র বিজয় মিছিলে নেতাদের পাশে নিয়ে অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রাজপথে বাজি পটকা ফাটিয়ে আনন্দে ভাসলেন দলের নেতা কর্মীরা। বিজয়-মিছিলের সামনের দিকে গাড়িতে দাঁড়িয়ে একপাশে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আরেকপাশে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে রেখে শহর পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে "সুশাসন"-এর জয়যাত্রা অব্যাহত থাকবে বলে বিজেপি নেতারা আশা ব্যক্ত করেন।