যদি হঠাৎ করে আপনার মোবাইল ফোনে একটি চালান মেসেজ আসে তাহলে সেটিকে ক্লিক করবেন না। তাহলেই এক নিমিষে আপনার সমস্ত টাকা ফাঁকা হয়ে যেতে পারে।
2
9
সাইবার অপরাধীরা এই চালান মেসেজকে তাদের একটি ফাঁদ হিসেবে ব্যবহার করে। সাধারণ মানুষ অতি সহজেই এখানে পা দিয়ে দেন।
3
9
হঠাৎ করে আপনার ফোনে একটি চালান মেসেজ আসবে। সেখানে একটি সামান্য টাকার অঙ্ক থাকবে। সেটি এতই সামান্য যে আপনি অতি সহজেই সেটি পে করার চেষ্টা করবেন। এরপরই নেমে আসবে সর্বনাশ।
4
9
কয়েকদিন আগে এমনই একটি ফাঁদে পা দিয়ে এক মহিলা প্রায় ১ লাখ টাকা হারিয়েছেন। এরপর তিনি নিজের ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করলেও সেই টাকা আর ফেরত পাননি।
5
9
কয়েকটি নিয়ম মেনে চললেই এর থেকে মুক্তি পাওয়া যায়। কখনই আপনি নিজের মেসেজ বা হোয়াটসঅ্যাপে আসা এই ধরণের মেসেজে ক্লিক করবেন না। একবার ক্লিক করলেই সর্বনাশ হয়ে যাবে।
6
9
যদি এর ফাঁদে পা দিয়েই ফেলেন তাহলে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করে সাইবার হেল্পলাইন ব্যবহার করুন। যত বেশি দেরি হবে ততই টাকা চলে যাবে সমুদ্রের অতলে।
7
9
প্রতিদিন ধরেই সাইবার অপরাধীরা নিজেদের মতো করে ফাঁদ তৈরি করে। তাদের কাজ হল সকলকে বিভ্রান্ত করা। বিশেষ করে তারা মহিলাদের বেশি করে টার্গেট করেন।
8
9
আপনি যদি ফোনে এমন মেসেজ পান তাহলে দ্রুত সেটিকে সবার আগে ডিলিট করে দিন। যত বেশি করে আপনি একে নিজের ফোনে রাখবেন ততই আপনার সমস্যা বাড়বে।
9
9
চালান মেসেজ যাদের আসে না তাদেরকেও অনেক সময় টার্গেট করে অপরাধীরা। সেখানে আগে থেকে সাবধান হওয়া যায় তাহলে নিজেকে বাঁচাতে পারবেন।