আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার তিনি। ম্যাচ পরিচালনা করতে এসেছিলেন গুয়াহাটিতে। কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। 

ম্যাচ পরিচালনা করতে এসে মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গিয়েছে কাউকে এমন ঘটনা স্মরণকালের মধ্যে দেখা যায়নি। নাজিবের মৃত্যু নাড়িয়ে দিয়ে গেল। বাংলাদেশের ক্রীড়ামহলে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত।  

বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করতে যেতেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ারও নাজিব। 

এদিন তাঁর ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল। কোর্টে তাঁর দেখা না পেয়ে আয়োজকরা নাজিবকে খুঁজতে হোটেলে যান। সেখানে তাঁকে ডাকাডাকি করা হলেও সাড়াশব্দ মেলেনি। হোটেলের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় দেখা যায় নাজিবের নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে। 
মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি।