আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই কম-বেশি চুল পড়ার সমস্যায় ভোগেন সকলে। আসলে বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় স্ক্যাল্পও রুক্ষ-শুষ্ক হয়ে যায়। সহজেই দুর্বল হয়ে উঠে আসে চুলের গোড়া। এছাড়াও এই সময়ে বাড়ে দূষণের মাত্রা। ফলে চুলের ত্বকে নানা সংক্রমণ লেগেই থাকে। তাই তো শীতকালে চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কয়েকটি টোটকা মেনে চললে সহজেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই বিষয়ে-
শীতে চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে সঠিক উপায়ে যত্ন নেওয়া জরুরি। তাই নিয়মিত স্ক্যাল্প মাসাজ করুন। চেষ্টা করুন প্রতি রাতে শুতে যাওয়ার আগে অন্তত ১০ মিনিট ড্রাই ম্যাসাজ করার। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে দ্রুত চুলের বৃদ্ধি হবে।
নতুন চুল গজাতে হেয়ার গ্রোথ সিরাম লাগান। এটি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিরাম স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে। স্ক্যাল্পে আর্দ্রতার মাত্রাতেও হেরফের হতে দেবে না। কয়েকদিন ঘুমাতে যাওয়ার আগে স্ক্যাল্পে সিরাম লাগালে হাতেনাতে ফল দেখতে পাবেন।
সপ্তাহে অন্তত একদিন বিশেষ করে শ্যাম্পু করার আগে তেল মালিশ করুন। স্ক্যাল্পে আর্দ্রতার মাত্রা ঠিক রাখতে এবং চুলের জেল্লা বাড়াতে নিয়মিত তেল মালিশ করলে উপকার পাবেন। পরিমাণ মতো নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে মেশান ক্যাস্টর অয়েল। এরপর স্ক্যাল্পে ধীরে ধীরে মালিশ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করুন। তবে স্ক্যাল্পে কোনও সমস্যা থাকলে বা খুশকি হলে তেল মাখবেন না।
আজকাল হেয়ার স্টাইল করার জন্যে অনেকেই হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তবে শীতকালে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার না করাই উচিত। এতে চুল আরও রুক্ষ ও নির্জীব হয়ে উঠতে পারে। বাড়ে চুল পড়াও।
