আজকাল ওয়েবডেস্ক: বহু ব্যক্তিত্বকে খুব সাধারণ জীবনযাপন থেকে ধনী হতে দেখেছে বিশ্ববাসী। আবার ঘটেছে উল্টোটাও। কেউ আবার খ্যাতির জীবন থেকে তাড়াতাড়ি নেমে আসেন। সেরকমই একজন মানুষ হলেন অ্যালেক্স পন্স। বাইক রেসিং ট্র্যাকে অন্যতম বড় নাম ছিলেন তিনি। রেসিং ট্র্যাকের হিরো বলা হত তাঁকে। সেই গ্ল্যামারের দুনিয়া থেকে গত ছ’বছর ধরে এক অন্য দুনিয়ায় বাস করছেন তিনি। আজ থেকে ছ’বছর আগে একটি সিদ্ধান্তেই মোড় ঘুরে যায় অ্যালেক্সের। রেসিং ট্র্যাক ছেড়ে খালি পায়ে বিশ্ব ভ্রমণের সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকে তিনি খালি পায়ে বিশ্ব ভ্রমণ করছেন।

 

 

এক কাঁধে ব্যাকপ্যাক নিয়ে তিনি পেছনে ফেলে এসেছেন তাঁর রেসিং কেরিয়ারকে। জানা যায়, অ্যালেক্সের বাবা ছিলেন বিখ্যাত বাইক রেসার সিটো পন্স। তাঁর অনুপ্রেরণাতেই রেসিং ট্র্যাকে নেমেছিলেন অ্যালেক্স। ২০১৬ সালের চ্যাম্পিয়নশিপের পর রেসিং থেকে বিরতি নিয়ে অ্যালেক্স সাময়িকভাবে মডেলিংয়ে পা রাখেন। কিন্তু ২০১৯ সালে তিনি সিদ্ধান্ত নেন খালি পায়ে বিশ্ব ভ্রমণে বেরোবেন। সম্প্রতি পাকিস্তানে ভ্রমণ করার সময় একটি সাক্ষাৎকারে তিনি জানান, তিন বছর আগে খালি পায়ে হাঁটতে শুরু করার কারণ জীবনের বোঝা থেকে মুক্তি পাওয়া। এখন তিনি কেবল একটি ব্যাকপ্যাক নিয়েই চলাফেরা করেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত স্প্যানিশ রেসার মোটো টুয়ের মোট মোট দশটি সিজনে অংশগ্রহণ করেছিলেন।

 

 

গতির জীবনে ক্লান্ত হয়ে বর্তমানে ধীরে চলার জীবনকে বেছে নিয়েছেন অ্যালেক্স। তাঁর কথায়, ‘এক সময় আমি ভাবতে শুরু করেছিলাম, এত দ্রুতগতির জীবন যাপনের উদ্দেশ্যটা কী? তারপর থেকে আমি ধীরে ধীরে গতি কমাতে শুরু করি। এখন আমি ধীরগতিতে হাঁটি এবং জীবনের সূক্ষ্ম বিষয়গুলো উপভোগ করি’। স্পেন থেকে এশিয়ায় খালি পায়ে ভ্রমণ সম্পর্কে অ্যালেক্স জানান, এটা অত্যন্ত স্বাভাবিক একটা যাত্রা আমার কাছে। একসময় মনে হয়েছে জীবনের সমস্ত বোঝা ছেড়ে হাঁটাটাই সবচেয়ে সঠিক কাজ। এটি ঈশ্বরের সঙ্গে একাত্মতা খোঁজার একটা পদ্ধতি।