আজকাল ওয়েবডেস্ক: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শনিবার রাতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে মিন্দানাওয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। ভূমিকম্পের কারণে আজ মধ্যরাতেই সুনামির আশঙ্কা রয়েছে। স্থানীয়দের জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছে ফিলিপিন্সের প্রশাসন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি, হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, কম্পনের উৎসস্থল মাটি থেকে ৬৩ কিলোমিটার নিচে ছিল। ফিলিপিন্সের পাশাপাশি জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্স সিসমোলজি এজেন্সি জানিয়েছে, আজ মধ্যরাত থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।
উল্লেখ্য, গত মাসে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ ফিলিপন্স। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। ওই ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছিল।