আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তে না পড়তেই টান ধরে ত্বকে। শুষ্ক হয়ে যায় চামড়া। বিশেষ করে ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন কমবেশি সকলেই। সারাদিনই ভরসা লিপ বাম। লিপস্টিক লাগিয়েও তেমন সুরাহা হয় না। বিশেষ করে ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁট রুক্ষ্ম-শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা আরও বেড়ে যায়। 

আসলে ম্যাট লিপস্টিকে একদিকে যেমন বেশি মোম থাকে, তেমনই রং এবং তেলের মাত্রা থাকে কম। তাই এটি দীর্ঘস্থায়ী হলেও তেল কম থাকায় অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়। কিন্তু ইদানীং অভিনেত্রী থেকে আমজনতা, ম্যাট লিপস্টিকের দিকে বেশি ঝোঁক দেখা যায়। তাহলে এই ধরনের লিপস্টিক পরলে কীভাবে ঠোঁটের যত্ন নেবেন? রইল তারই হদিশ-
ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই লিপ বাম লাগান। কারণ লিপ বাম লাগালে ঠোঁটের ত্বক আর্দ্র থাকে। ফলে লিপস্টিক ব্যবহারের পর আর ফাটবে না ঠোঁট।

মুখের মতো লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপ প্রাইমার লাগান। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে আর ঠোঁটে ফাটবেও না।

ঠোঁটের যত্ন নিতে ময়শ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি। সেক্ষেত্রে নারকেল তেল লাগালেও ঠোঁট কোমল আর মোলায়েম থাকে।

ঠোঁটে নিয়মিত স্ক্রাব করুন। বাড়িতে নারকেল তেল, ব্রাউন সুগার কিংবা কফি এবং মধু মিশিয়ে সেই স্ক্রাব তৈরি করতে পারেন। সপ্তাহে দু’ থেকে তিন বার স্ক্রাব করলে উপকার পাবেন।