খেলতে খেলতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লে ছুটে আসেন স্থানীয়রা। নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, বিষের প্রভাবে মৃত্যু হয়েছে সুমির। এই ঘটনায় অভিযোগের তীর যায় সাথীর দিকেই। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাথী সর্দার জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে। তার দাবি, তার স্বামী সুমিকে বেশি ভালোবাসত। সেই রাগের বশেই ননদকে খুন করেছে সে।
