আজকাল ওয়েবডেস্ক :  মহাদেব অ্যাপ বন্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে অনলাইন জুয়ার খেলা বেড়ে গিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই সমস্ত অবৈধ ব্যবসা থেকে পাওয়া অর্থ বিদেশে চলে যাচ্ছে বলেও চিঠিতে লিখেছেন বাঘেল। এই ধরণের অবৈধ ব্যবসাকে বন্ধ করতে ছত্তিশগড় সরকার ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনের কাছে এনিয়ে মোট ৯০ টি অভিযোগ জমা পড়েছিল। এরপর পুলিশ অভিযান চালিয়েছে ৪৫০ জনের বেশি অপরাধীকে গ্রেপ্তার করে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা সিল করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর ল্যাপটপ এবং মোবাইল। অন্য রাজ্যের সঙ্গেও যোগাযোগ করে এবিষয়ে কথা হয়েছে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে এমন ৮০ টি প্ল্যাটফর্ম, ইউআরএল, লিঙ্ক এবং অ্যাপকে বন্ধ করার অনুরোধ করেছে ছত্তিশগড় সরকার। প্লে স্টোর থেকে মহাদেব অ্যাপকে যাতে কেউ ডাউনলোড না করতে পারে সেদিকেও নজর রাখতে চিঠিতে লিখেছেন বাঘেল। কেন্দ্রীয় সরকার যাতে এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে সেদিকে জোর দিতে অনুরোধ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।