আজকাল ওয়েবডেস্ক: শখ করে পাড়ার দোকান থেকে পান মশলা খেয়েছিলেন যুবক। পানমশলার দাম ১০টাকা বাকি রেখে দিয়েছিলেন। গত দেড় বছর ধরে যুবকের কাছ থেকে ধারের সেই ১০ টাকা তুলতে পারেননি দোকানদার। অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন তিনি। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের।
হরদোইয়ের ভাণ্ডারি গ্রামে একটি পানের দোকান চালান প্রতিবন্ধী যুবক জিতেন্দ্র। বছর দেড়েক আগে তাঁর দোকান থেকে ১০ টাকার পানমশলা কিনেছিলেন এলাকারই বাসিন্দা সঞ্জয়। জিতেন্দ্রর অভিযোগ, বাকি নেওয়ার পর থেকেই টাকা নিয়ে টালবাহানা করতে থাকেন সঞ্জয়। আজ নয় কাল করতে করতে কেটে গিয়েছে দেড় বছর। কিন্তু ধারের টাকা মেটাননি সঞ্জয়।
কয়েক দিন আগেও প্রাপ্য টাকা চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় ধৈর্যের বাধ ভাঙে জিতেন্দ্র। অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশের হেল্পলাইন ১১২ নম্বরে ফোন করে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ পেয়েই গ্রামে পৌঁছয় স্থানীয় পুলিশ। জিতেন্দ্রকে সঞ্জয়ের কাছ থেকে তাঁর প্রাপ্য পাইয়ে দিয়ে তার পর গ্রাম থেকে ফিরে আসে পুলিশ।
