আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ১০০ কিলোমিটার উত্তর–পূর্ব ও চেন্নাই থেকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি। আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে তামিলনাড়়ু–পুদুচেরি উপকূলের দিকে আসতে পারে বলে আশঙ্কা। তবে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ফেনগাল’–এ পরিণত হওয়ার পরিস্থিতি আপাতত নেই। স্থলভাগে আছড়ে পড়ার সময় সেটি গভীর নিম্নচাপই থাকবে বলে মনে করছেন আবহবিদরা।
এদিকে, নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ অংশে। হাওয়া অফিস ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার। মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুদুচেরি এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে। তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। এই আট জেলায় স্কুল–কলেজ বন্ধ রাখা হয়েছে। নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই স্কুল–কলেজ বন্ধ।
পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী এ নমশিবায়ম আগামী সোমবার পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমন জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১,৬৩৪টি ত্রাণশিবির খুলেছে প্রশাসন।
