তীর্থঙ্কর দাসঃ বালির বাসিন্দা প্রিয়রঞ্জন সরকার। তাঁকে সবাই চেনে ফ্ল্যাগম্যান অফ ইন্ডিয়া বলে। যদিও এলাকায় মনুদা বলেই পরিচিত। বিশেষভাবে সক্ষম প্রিয়রঞ্জন সারা বছর নানা সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রাখেন। দুর্ঘটনায় অনেকে হাত হারান, কেউ বা পা। এই মানুষগুলোর পাশেই দাঁড়িয়েছেন তিনি। নিজে বিশেষভাবে সক্ষম বলেই প্রিয়রঞ্জন বোঝেন তাঁদের কষ্ট। বিনামূল্যে এই মানুষগুলির হাত এবং পা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। কীভাবে এই লক্ষ্যে ব্রতী হলেন তিনি? জানা গেল, বিষ্ণুপুরের এক রক্তদান শিবিরে যোগদান করে এই মানুষগুলির সঙ্গে তাঁর আলাপ হয়। তারপরেই এঁদের পাশে দাঁড়ানোর কথা ভাবেন প্রিয়রঞ্জন।
ইকবালপুরে মহাবীর সেবা সদনের সঙ্গে যুক্ত হয়ে প্রিয়রঞ্জন এবং তাঁর বন্ধুবান্ধবেরা মিলে এই কাজে নেমেছেন। ইতিমধ্যে ৫০ জনকে কৃত্রিম হাত এবং পা লাগিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে প্রিয়রঞ্জনের ইচ্ছে দেড় হাজার থেকে দুহাজার মানুষের হাত এবং পা বিনামূল্যে লাগিয়ে দেবেন তিনি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আরামবাগ সহ বিভিন্ন জেলার দুর্ঘটনার কবলে পড়া মানুষদের নিয়ে এই কর্মযজ্ঞ প্রিয়রঞ্জন সরকারের।
ইকবালপুরে মহাবীর সেবা সদনের সঙ্গে যুক্ত হয়ে প্রিয়রঞ্জন এবং তাঁর বন্ধুবান্ধবেরা মিলে এই কাজে নেমেছেন। ইতিমধ্যে ৫০ জনকে কৃত্রিম হাত এবং পা লাগিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে প্রিয়রঞ্জনের ইচ্ছে দেড় হাজার থেকে দুহাজার মানুষের হাত এবং পা বিনামূল্যে লাগিয়ে দেবেন তিনি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আরামবাগ সহ বিভিন্ন জেলার দুর্ঘটনার কবলে পড়া মানুষদের নিয়ে এই কর্মযজ্ঞ প্রিয়রঞ্জন সরকারের।
