আজকাল ওয়েবডেস্ক : ফিরছে রিসর্ট পলিটিক্স! ঘোড়া কেনাবেচার ভয়ে তেলেঙ্গানার বিধায়কদের বেঙ্গালুরুতে সরানোর পরিকল্পনা কংগ্রেসের। যদিও এক্সিট পোলের হিসাব বলছে তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। তবে কোনও ঝুঁকির পথে যেতে রাজি নয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাই রবিবার তেলেঙ্গানার বিধায়কদের বেঙ্গালুরুতে পাঠানোর ব্যবস্থা করছে কংগ্রেস। বেঙ্গালুরু ছাড়া অন্যত্রও তাদের রাখা হতে পারে বলেও খবর মিলেছে। তেলেঙ্গানায় কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তারা জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদি। তবে হাইকমান্ড যে নির্দেশ দেবে তাকে তারা মেনে চলবে। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় সরকার গড়তে ম্যাজিক ফিগার ৬০। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এই ধরণের কোনও পরিকল্পনা করেনি কংগ্রেস। বুথফেরত সমীক্ষা বলছে ছত্তিশগড়ে ফিরছে কংগ্রেসই। মধ্যপ্রদেশে পাল্লা ভারি বিজেপির। তবে ঘোড়া কেনাবেচার খেলায় আগাম সতর্ক কংগ্রেস শিবির।