আজকাল ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশে বিজেপি ১৫০ টি আসন পাবে। দাবি করলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানকার গরিবদের জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং আয়ুষ্মান ভারতের ফলে উপকৃত হয়েছে প্রচুর মানুষ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রশংসা করে তিনি বলেন, ফের একবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবরাজ সিং চৌহান। কংগ্রেস নেতা কমল নাথকে কটাক্ষ করে নরোত্তম বলেন, কংগ্রেস মানেই হল মিথ্যার রাজত্ব। মধ্যপ্রদেশের বাসিন্দারা সেটা ভালো করেই জানে। যদিও এক্সিট পোল ঘোষণা হওয়ার পর দলের কর্মীদের শান্ত থাকতে বলেছেন কমল নাথ। তিনি মনে করেন, এক্সিট পোল বিজেপিকে ধরে তাদের খবর করেছে। কিন্তু এনিয়ে চিন্তার কিছু নেই। নিজের এক্স হ্যান্ডেলে কমল নাথ লেখেন, দলের কর্মীদের চিন্তার কিছু নেই। ৩ ডিসেম্বর প্রমাণিত হবে কংগ্রেসের হাত ধরেই মধ্যপ্রদেশে সরকার গঠিত হবে। বেশিরভাগ এক্সিট পোলই দেখা গিয়েছে মধ্যপ্রদেশে ফের একবার ক্ষমতায় ফিরছে কংগ্রেস। মধ্যপ্রদেশে মোট আসন সংখ্যা ২৩০। ভোট হয়েছে ১৭ নভেম্বর। ৭৭ শতাংশের বেশি ভোট হয়েছে মধ্যপ্রদেশে। তবে শেষ জয়ের হাসি কার থাকবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর পর্যন্ত।