আজকাল ওয়েবডেস্ক : উত্তরকাশী থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকই সুস্থ রয়েছেন। এবার তারা বাড়ি ফিরতে পারেন। এমনটাই জানিয়ে দিল হৃষিকেশ এইমস। টানা ১৭ দিন ধরে এই ৪১ জন বন্দি ছিলেন। হাসপাতালে তাদের নানা ধরনের পরীক্ষা করা হয়। সেখানে তাদের রক্তপরীক্ষা থেকে শুরু করে এক্সরে, ইসিজি সবই করা হয়। এবার তারা বাড়ি ফিরতে পারেন। তারা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছেন বলেই ছাড়পত্র দিল এইমস। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে উত্তরকাশীর গুহা থেকে উদ্ধার করা হয় এই ৪১ জনকে। তারপর সেখান থেকে তাদেরকে চপার করে নিয়ে আসা হয় এইমসে। উদ্ধার হওয়ার পর তারা সকলেই সুস্থ ছিলেন বলেই জানিয়েছিল সেখানকার উপস্থিত চিকিৎসকরা। আটকে পড়া শ্রমিকদের বেশিরভাই ছিল তরুণ এবং মধ্যবয়সী তাই তারা সেই পরিস্থিতির মধ্যে নিজেদেরকে সহজেই মানিয়ে নিতে পেরেছিল বলেই জানালেন চিকিৎসকরা। নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার আগে শ্রমিকরা জানালেন ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ১৫ জন ঝাড়খণ্ডের বাসিন্দা, ৮ জন উত্তর প্রদেশের বাসিন্দা, ওড়িশা এবং বিহার থেকে ৫ জন করে, পশ্চিমবঙ্গের ৩ জন এবং ঝাড়খণ্ড ও আসাম থেকে ২ জন করে রয়েছেন। যে প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ করছিলেন তারা শ্রমিকদের ২ লক্ষ টাকা দিয়েছে। এর পাশাপাশি যখন তারা আবার কাজে ফিরবে তখন তাদের দুমাসের বোনাসও দেওয়া হবে জানা গিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও তাদেরকে ইতিমধ্যেই ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।