আজকাল ওয়েবডেস্ক: আমডাঙায় তৃণমূল নেতা খুনে পুলিশের জালে এবার অন্যতম অভিযুক্ত। খুনের ১৪ দিনের মাথায় মাটিয়া থেকে গ্রেপ্তার করা হল আলি আকবর মণ্ডলকে। সঙ্গে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও অবধি গ্রেপ্তার করা হল ছয় জনকে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর আমডাঙার কামদেবপুর হাটে তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করা হয়। ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় আনোয়ার হোসেন নামে এক জনকে। তার বেশ কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্তকে। তবে অধরা ছিল অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল সহ কয়েকজন। তবে এবার পুলিশের জালে অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল সহ চার জন। মাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। পুলিশের দাবি, আলি আকবর মণ্ডলই নাকি বোমা ছুঁড়েছিল রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর আমডাঙার কামদেবপুর হাটে তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করা হয়। ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় আনোয়ার হোসেন নামে এক জনকে। তার বেশ কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্তকে। তবে অধরা ছিল অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল সহ কয়েকজন। তবে এবার পুলিশের জালে অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল সহ চার জন। মাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। পুলিশের দাবি, আলি আকবর মণ্ডলই নাকি বোমা ছুঁড়েছিল রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে।
