আজ ঠাকুরবাড়িতে অভিষেক, SIR আবহে মতুয়াদের মাঝে দাঁড়িয়ে বার্তা কী তৃণমূল সাংসদের? নজর সেদিকেই

SIR আবহে আজ ঠাকুরবাড়িতে যাচ্ছেন অভিষেক। কড়া নিরাপত্তা সেখানে। নিজস্ব চিত্র।


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে এসআইআর চলছে। এসআইআর আবহে মতুয়া সম্প্রদায় উদ্বেগও নজরে এসেছে সাম্প্রতিক সময়ে, উদ্বেগ নিজেদের নাগরিকত্ব নিয়ে। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ শুক্রবার মতুয়াগড়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মতুয়া সম্প্রদায়ের মাঝে দাঁড়িয়ে এদিন তিনি কোন বার্তা দেন, নজর এখন সেদিকেই।

অন্যদিকে, অভিষেকের সফরের আগে, সাজ সাজ রব ঠাকুরবাড়িতে। মতুয়াদের নিশান দিয়ে মোড়া হয়েছে ঠাকুরবাড়ি এলাকা ৷ বড়মা বীণাপাণি দেবীর ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে ৷
 অন্যদিকে নিরাপত্তাও কঠোর। পুলিশ, সিআরপিএফ জওয়ান সমগ্র এলাকা জুড়ে টহলদারি দিচ্ছে। অন্যদিকে হরি গুরুচাঁদ মন্দিরের সামনের নাট মন্দিরে  বেলা বারোটা থেকে শুরু হচ্ছে সিএএ প্রশিক্ষণ শিবির ও সভা৷ সেখানে একে একে মতুয়া ভক্তরা এসে উপস্থিত হচ্ছেন পাশাপাশি ঠাকুরবাড়ি চত্বরে  প্রচুর আধা সেনা মোতায়ন রয়েছে ৷ 

জানা গিয়েছে, মমতা বালা ঠাকুর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং তাঁর মেয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাবেন বলে জানা গিয়েছে। অভিষেক ব্যানার্জি ঠাকুরবাড়িতে এদিন পুজো দেবেন, সূত্রের খবর তেমনটাও। 

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, এসআইআর আবহে ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন মমতাবালা ঠাকুর ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা দাবি করেছিলেন এসআইআর হলে ৯৫ শতাংশ মতুয়ার ভোটারতালিকা থেকে নাম বাদ যাবে৷ সেই ইস্যুতে ৫ নভেম্বর বারোটা থেকে আমরণ অনশনে বসেন অনুগামীরা।

তাঁর বক্তব্য ছিল, 'এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে। মমতাবালা ঠাকুর নিজেই এই অনশনের ডাক দিয়েছেন। কিন্তু অনশন মঞ্চে ছিলেন না মমতাবালা ঠাকুর। জানা গিয়েছে বিশেষ কাজে বাইরে ছিলেন তিনি। অনশনকারীদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয়। ২০২৪ সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে এসেছেন তাঁদের নাগরিকত্ব দিতে হবে।'

 

অনশন চলার মাঝেই, ১৭ নভেম্বর অসুস্থ হয়ে পড়েন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। সেদিনই বেলা ১২টার সময় অনশন প্রত্যাহারের কথা ছিল। তার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাঁকে অনশন প্রত্যাহারের কথা বলেন। এবার মতুয়াগড়ে যাচ্ছেন খোদ  অভিষেক। কোন বার্তা দেন মতুয়া সম্প্রয়াদের উদ্দেশে, নজর এখন সেদিকেই।