শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ঘন বসতিপূর্ণ এলাকায় জঞ্জালের স্তূপ উপচে পড়েছে রাস্তায়। জঞ্জালে বুজেছে রাস্তা সংলগ্ন পুকুরের অধিকাংশ। ফেলা হচ্ছে মরা জীবজন্তু। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে হুগলি চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জোড়া ঘাট লেন এলাকায়। অভিযোগ, একাধিকবার জানানোর পরেও নির্বিকার কাউন্সিলর। শুধু ওই ওয়ার্ড ছাড়া শহরের অন্য কোথাও এই সমস্যা নেই, জানিয়েছেন পুরপ্রধান। 

 

চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত এই ওয়ার্ড। জোড়া ঘাটের অপরপ্রান্তে জোড়াঘাট লেন সোজা গিয়ে পৌঁছেছে চুঁচুড়া জেলা হাসপাতালে। গোটা রাস্তা অপরিষ্কার, একাধিক জায়গা নোংরা হয়ে রয়েছে। ওই রাস্তা সংলগ্ন এলাকায় বাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে, রাজ্যের প্রাক্তন উপসচিব, সরকারি উচ্চপদস্থ আমলা সহ বহু বিশিষ্ট মানুষ। জোড়াঘাট সংলগ্ল এলাকায় রয়েছে একাধিক সরকারি অফিস। সেই অফিসগুলির সামনেও একাধিক জায়গায় নোংরা হয়ে রয়েছে। 

 

স্থানীয় প্রীতি তালুকদার জানিয়েছেন, ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার করার কোনও বালাই নেই। কোনও মাসে একবার, কোনও মাসে আবার সেটাও হয় না। মাঝে মাঝেই মরা কুকুর বেড়াল এখানে ফেলে দেওয়া হয়। গোটা এলাকা দুর্গন্ধে ছেয়ে যায়। বাড়ির একদম পাশে তাই দরজা জানালা বন্ধ করেও ঘরে টেকা যায় না। মাঝে মাঝে জঞ্জালে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। কাউন্সিলরকে বলে কোনও লাভ হয় না। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরা বলেছেন পরিষ্কারের প্রসঙ্গ তুললেই কাউন্সিলর কর্মীদের স্ট্রাইক ইত্যাদি নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান। 

 

রাজ্য সরকারের প্রাক্তন উপসচিব স্থানীয় বাসিন্দা অজিত বসু বলেছেন, তাঁর বাড়ির সামনে একটি পুকুর ছিল। দীর্ঘদিন ধরে সেই পুকুরের গা ঘেঁষে জঞ্জাল ফেলা হচ্ছে। জঞ্জালের সেই স্তূপ উপচে পুকুরে পড়ছে। সম্প্রতি আবার গাছ কেটে ডালপালাও সেখানে ফেলা হয়েছে। এভাবে চলতে থাকায় বর্তমানে পুকুরের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। তিনি বলেছেন, এটা ইচ্ছাকৃত কিনা তিনি জানেন না। নোংরা আগাছায় পরিপূর্ণ পুকুর এখন আর দৃশ্যমান নয়। তবে ওই পুকুরের উপর এলাকার নিকাশি অনেকটাই নির্ভরশীল। পুকুর বুজে গেলে এলাকায় নিকাশি নিয়ে চরম সংকট দেখা দেবে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সমীর সরকার কোনও কথা বলতে চাননি। 

 

হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন, পুরসভার অন্য কোনও ওয়ার্ডে এই সমস্যা নেই। ওই ওয়ার্ড সমস্যার কারণ কাউন্সিলর, তিনি নিজের কাজটা ঠিক করে করেন না। পুরসভা তো এভাবে কোনও ওয়ার্ডে গিয়ে সাফাই করতে পারে না, এটা সম্ভবও নয়। ওটা কাউন্সিলরদের কাজ। সাফ সাফাই নিয়ে ওই ওয়ার্ড থেকে আগেও অনেক অভিযোগ এসেছে। পুকুরের বিষয়টিও তিনি দেখছেন।

ছবি পার্থ রাহা।


Hooghly Westbengal

নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া