‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ বড়দিনের ভিড় সামলাতে স্পেশাল ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর উত্তরবঙ্গগামী পূর্ব রেলের তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও উত্তরবঙ্গ এক্সপ্রেসে ওয়েটিং লিস্টের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। পুরী যাওয়ার জন্য ট্রেনগুলিতে বিশেষ করে জগন্নাথ এক্সপ্রেসের অবস্থাও একই। এই পরিস্থিতিতে পূর্ব রেল ডিসেম্বরে শিয়ালদহ ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চালাবে। ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার শিয়ালদহ থেকে পুরী অবধি স্পেশাল ট্রেন চলবে। সেই ট্রেন ৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার পুরী থেকে ছাড়বে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীরা যাতে নিশ্চিত আসন লাভের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেটাই রেল কর্তৃপক্ষের লক্ষ্য।