আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে গান-বাজনায় মেতে আমন্ত্রিতরা। চলছে দেদার খাওয়াদাওয়া। সন্ধেয় বর-কনের চার হাত এক হওয়ার অপেক্ষায় আত্মীয়স্বজনরা। তার আগেই ঘটল বিপত্তি। বিয়ের পিঁড়িতে বসতে গিয়েই চোখের সামনে প্রথম স্ত্রী'কে দেখলেন পাত্র। ততক্ষণে আসরে হাজির পাত্রীও। সব আয়োজন থাকলেও, শেষমেশ ভেস্তে গেল বিয়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। সফদরগঞ্জ থানা সংলগ্ন লখনউ-বারাবাঁকি হাইওয়ের পাশেই ছিল বিয়ের আসর। সন্ধে নাগাদ বরযাত্রীরা হাজির হয়েছিলেন। তাঁদের স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন পাত্রীর আত্মীয়স্বজনরা। এর কিছুক্ষণ আগেই পার্লার থেকে বিয়ের সাজ সেজে পিঁড়িতে বসেন পাত্রী। পুরোহিত মন্ত্র উচ্চারণের ঠিক আগেই ঘটে বিপত্তি।
পাত্রের প্রথম স্ত্রী পৌঁছন বিয়ের আসরে। সঙ্গে ছিল পুলিশ। বিয়ের আসরে পৌঁছে প্রথম স্ত্রী জানান, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের মামলা এখনও চলছে। যুবক বিয়ের কার্ডে নিজের নাম, ঠিকানা ভুল লিখেছিলেন। আসল পরিচয় লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছেন যুবক। বিয়ে হলে, সার্বিকভাবেই পাত্রী প্রতারণার শিকার হবেন।
গোটা ঘটনাটি ঘিরে বিয়েবাড়িতে হুলস্থুল শুরু হয়। যুবকের প্রথম স্ত্রী তুমুল অশান্তি করেন। ধীরে ধীরে আমন্ত্রিতরাও ফিরে যান। ফাঁকা বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়েন পাত্রী। তাঁর এহেন পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারও। পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শেষপর্যন্ত তাঁর দ্বিতীয় বিয়ে ভেঙে যায়।
