আজকাল ওয়েবডেস্ক: ভোরে ও সন্ধেয় বাতাসে শিরশিরানি ভাব। হালকা কুয়াশায় শীতের আমেজ স্পষ্ট। জলীয় বাষ্প কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি গায়েব। যদিও দিনের চড়া রোদে এখনও অস্বস্তি বোধ হচ্ছে। কিন্তু আর কয়েক ঘণ্টার মধ্যে আরও মনোরম হবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। ফলে গোটা বাংলায় চলতি সপ্তাহেই শীতের আমেজ অনুভূত হবে। যদিও তা হালকা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৫ নভেম্বরের পরে রাজ্যে শীত ঢুকতে পারে। অর্থাৎ শুক্রবার থেকে জেলায় জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। আগামী ৪ থেকে ৫ দিন আরও কমতে পারে তাপমাত্রা। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে। অন্যান্য জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমলেও জাঁকিয়ে শীতের আমেজ এখনই পাওয়া যাবে না। আপাতত বাংলায় কনকনে শীত কবে থেকে, তা নিয়ে হাওয়া অফিসের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলাতেই। উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
