আজকাল ওয়েবডেস্ক: প্রহর গোনা শেষ। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। বুধবারই শহরে মুখোমুখি ম্যাগনাস কার্লসেন এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ। টাটা স্টিল চেস ইন্ডিয়ায় অংশ নিতে শহরে চাঁদের হাট। ছিলেন ম্যাগনাস কার্লসেন, প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, কোনেরু হাম্পিরা। মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিল বিস্ময় শিশু সাড়ে তিন বছরের অনীশ সরকারও। দুই গ্র্যান্ডমাস্টারের সঙ্গে দেখা করে খুদে দাবাড়ু। বুধবার থেকে ধনধান্য অডিটোরিয়ামে শুরু হবে টুর্নামেন্ট। প্রথমদিনই ব়্যাপিড রাউন্ডে মুখোমুখি হবে কার্লসেন-প্রজ্ঞানন্দ। এর আগে বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন দু'জন। আরও একবার সেই দ্বৈরথ দেখা যাবে। তবে কলকাতায় এই প্রথম। শহরের উত্তাপ বাড়িয়ে দিয়েছে দুই গ্র্যান্ডমাস্টার।
আরও একবার একে অপরের মুখোমুখি হওয়ার আগে কী বললেন দুই তারকা? কার্লসেন বলেন, 'প্রজ্ঞানন্দ দারুণ দাবাড়ু। ওর লড়াকু মনোভাবের প্রশংসা করতেই হবে। সহজে হার মানে না। ওর এই ব্যাপারটা আমার খুব ভাল লাগে।'
আগের বছর এই টুর্নামেন্টে অংশ নেন প্রজ্ঞানন্দ। কিন্তু এবার কার্লসেনের সঙ্গে ডুয়েল। তাই উত্তেজিত প্রজ্ঞা। তিনি বলেন, 'কার্লসেন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু। ওর খেলার ধরণ আলাদা। আমি আগের বছরও এখানে খেলেছি। এবার দ্বিতীয়বার ব়্যাপিড এবং ব্লিৎজে অংশ নেব। আরও একবার কার্লসেনের মুখোমুখি হওয়ার জন্য আমি উত্তেজিত। সবাই ওর সঙ্গে খেলতে মুখিয়ে থাকবে।' কলকাতার খুদে অনীশের রেটিং নিয়ে বেশ আশ্চর্য প্রজ্ঞানন্দ। বলেন, 'আমিও তিন বছর বয়সে দাবা খেলা শুরু করেছিলাম। তবে এই বয়সে ও যে রেটিং পেয়েছে সেটা অবিশ্বাস্য।' ধনধান্য অডিটোরিয়ামে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বনাথন আনন্দ। গতবছর শেষ মিনিটে নাম তুলে নিলেও, এবার টুর্নামেন্টে অংশ নেবেন প্রজ্ঞানন্দর দিদি বৈশালীও।
