আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় মিলল অস্ত্র ভাণ্ডারের হদিশ। গ্রেপ্তার এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে কলকাতায় রাজাবাজার এলাকায় থাকতেন।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে আজ সুরেন্দ্রনাথ কলেজের সামনে ৩১/ এ বৈঠকখানা রোডে অভিযান চালায়। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ অভিযান চালান কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা। তল্লাশি অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ ইসরাইল, চলছে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। রবিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ, প্রাথমিকভাবে এমটাই জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, কাউকে দেওয়ার উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বিপুল অস্ত্র। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। কী কারণে, কাকে দেওয়ার জন্য এত আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। সুরেন্দ্রনাথ কলেজের সামনে বৈঠকখানা রোডে থাকা বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়।
