টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন এই জুটি।
2
8
'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন।
3
8
২০২৩ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তামান্না।
4
8
এরপর থেকে মুম্বইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে জুটিকে। এমনকী বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাৎজ্জিদের মুখোমুখি হতেও পিছপা হননি তাঁরা।
5
8
গত বছর মণীশ মলহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠানে তাঁদের ছবি দেখে অনেকেই তাঁদের জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। সর্বত্রই বিজয়কে দেখা গিয়েছে প্রেমিকার খেয়াল রাখতে।
6
8
কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। পথ আলাদা হল দুই তারকার! সপ্তাহখানেক হল নাকি সম্পর্ক ভেঙেছেন তাঁরা।
7
8
কেন ভাঙল তাঁদের প্রেম, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
8
8
প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার। মুম্বই সংবাদমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এ খবর।