আজকাল ওয়েবডেস্ক:ইউরোর যোগ্যতাপর্বে সুইডেন–বেলজিয়ামের ম্যাচ চলছিল কিং বাউডুইন স্টেডিয়ামে। আর সেই স্টেডিয়াম থেকে কিছুটা দূরে বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বন্দুকবাজের গুলিতে ২ জন মৃত। সোমবারের এই ঘটনার পরই ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হয়। এটা ‘জঙ্গি হামলা’ বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজের গুলিতে মৃত ২ জনই সুইডিশ নাগরিক। গুরুতর আহত আরও ১ জন। ফ্লুরোসেন্ট কমলা রঙের জ্যাকেট পড়ে হামলা চালায় বন্দুকবাজ। গুলি চালানোর পর স্কুটার চালিয়ে চম্পট দেয় বন্দুকবাজ। অভিযুক্ত বন্দুকবাজের খোঁজে তল্লাশি চলছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ সুইডেন ও বেলজিয়ামের ম্যাচের বিরতি হয়। তখনই স্টেডিয়ামের অদূরে গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। এই হামলার পিছনে আইসিস জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। নিজেকে ইসলামিক স্টেটের সদস্য পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে হামলার দায় স্বীকার করা হয়েছে। এদিকে, ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর উয়েফার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ব্রাসেলসে একটি সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বেলজিয়াম বনাম সুইডেনের ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হল। ম্যাচটি তখন ১–১ অবস্থায় ছিল’। এই ঘটনায় দুই দলের ফুটবলাররা রীতিমতো ভেঙে পড়েন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ সুইডেন ও বেলজিয়ামের ম্যাচের বিরতি হয়। তখনই স্টেডিয়ামের অদূরে গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। এই হামলার পিছনে আইসিস জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। নিজেকে ইসলামিক স্টেটের সদস্য পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে হামলার দায় স্বীকার করা হয়েছে। এদিকে, ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর উয়েফার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ব্রাসেলসে একটি সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বেলজিয়াম বনাম সুইডেনের ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হল। ম্যাচটি তখন ১–১ অবস্থায় ছিল’। এই ঘটনায় দুই দলের ফুটবলাররা রীতিমতো ভেঙে পড়েন।
