আজকাল ওয়েবডেস্ক:‌ শেষ রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি ভাব। হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ নভেম্বরের পর থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করার অনুকূল পরিস্থিতি রয়েছে। 


এদিকে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার অবশ্য দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।


প্রসঙ্গত, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ওই ঘূর্ণাবর্ত থেকে শীঘ্রই তৈরি হবে নিম্নচাপ। তবে বাংলার উপর তার সরাসরি প্রভাব পড়বে না। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা। তার জেরে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


এটা ঘটনা ঘূর্ণিঝড় ডানার প্রভাব বঙ্গে সেভাবে পড়েনি। ল্যান্ডফল করেছিল ওড়িশায়। তবে পড়শি রাজ্যে আছড়ে পড়ার ফলে কিন্তু তারপর থেকেই বাংলায় আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে। সেই গরম আর নেই। বরং একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর হাওয়া অফিস জানাচ্ছে, ১৫ নভেম্বরের পর দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে।