আজকাল ওয়েবডেস্ক: রনজিতে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পরেও জাতীয় দলে উপেক্ষিত থেকে গিয়েছেন জলজ সাক্সেনা। ১৭ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন জলজ। রনজিতে ৪০০ উইকেটের পাশাপাশি ৬ হাজার রান রয়েছে তাঁর নামের পাশে। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই। তবুও তিনি উপেক্ষিত। আর তাই অজিত আগরকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিয়েছেন হরভজন সিং।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে যে ভারতীয় দল খেলছে, সেখানেও জলজ ব্রাত্য। আর তাই ক্ষোভ উগড়ে দিয়েছেন ভাজ্জি। বলেছেন, ‘এখন তো আইপিএলে পারফরম্যান্সের বিচারে জাতীয় দলে ক্রিকেটার নেওয়া হয়। রনজির পারফরম্যান্স ধরা হয় না। না হলে এত ভাল খেলেও এ দলে জায়গা হয় না জলজের।’
নিউজিল্যান্ডের কাছে ০–৩ সিরিজ হারের পর সমালোচিত হচ্ছে ভারতীয় দল। ওয়াংখেড়েতে অনামী আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের স্পিনের সামনে আত্মসমর্পণ করেছেন ভারতীয় ব্যাটাররা। যা একেবারেই মেনে নিতে পারছেন না দেশের প্রাক্তন অফস্পিনার। অথচ সিরিজ শুরুর আগে অনেকেই ভেবেছিলেন ভারতীয় দল ৩–০ ফলে উড়িয়ে দেবে কিউয়িদের। কিন্তু হয়েছে উল্টো। তাই কিউয়িদের প্রশংসা করে ভাজ্জি বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজটা আমাদের সকলেই কাছেই তীব্র হতাশার। সবাই ভেবেছিলাম ৩–০ সিরিজ জিতব। কিন্তু গোটা সিরিজে নিউজিল্যান্ড টেক্কা দিয়ে গেছে। পরিবেশ ও পরিস্থিতিতে সুন্দরভাবে কাজে লাগিয়েছে।’
