আজকাল ওয়েবডেস্ক : ফের এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর রক্তচাপ জনিত সমস্যা দেখা দিয়েছে। সোমবার রাতেই ভর্তি করা হয় আইসিইউতে। হাসপাতালের মেডিক্যাল বোর্ড সর্বদাই তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। রেশন দুর্নীতে অভিযুক্ত হয়ে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে প্রসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল। তবে সেখানে অসুস্থ বোধ করায় ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে যে বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে তাদের মধ্যে রয়েছে স্নায়ু, হৃদরোগ, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও কিডনি এবং ইউরোলজি বিশেষজ্ঞর দল। জ্যোতিপ্রিয় বরাবরই সুগারের রোগী। গ্রেফতারির শুরুর দিন থেকেই তাঁর নানা ধরনের অসুস্থতা ধরা পড়ে। মন্ত্রীর চোখেমুখেও অসুস্থতার ছাপ স্পষ্ট। শরীরের বাঁ দিকের অংশ অসাড় হয়ে যাওয়ার কথা আগেও জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এবার ফের একবার হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের এই মন্ত্রী।