আজকাল ওয়েবডেস্ক : গোয়াতে ৫৪ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন আমেরিকান অভিনেতা এবং পরিচালক মাইকেল ডগলাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর দক্ষতা দেখে সকলের শেখা উচিত। ভারতীয় সিনেমা কতটা উন্নত হয়েছে তা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই জানা যায়। ৭৮ টি দেশ এবারের ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। গোটা বিশ্ব জানতে পেরেছে ভারতের চিন্তাভাবনা। আগামী দিনে আরও উন্নতি করবে এই ধরনের অনুষ্ঠান। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও দরাজ সার্টিফিকেট দিলেন ডগলাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী যে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করে অনুরাগ ঠাকুর এই ধরনের একটি অনুষ্ঠান করতে পেরেছেন। সিনেমার ক্ষেত্রে যেভাবে বিনিয়োগ হয়েছে তাতে এই ইন্ডাস্ট্রি আগামীদিনে আরও উন্নতি করবে। প্রতিটি মানুষের চিন্তাভাবনা, জীবনের গতি, ধর্মের ওপর সিনেমার যে বিরাট প্রভাব রয়েছে সেকথা এদিন একবাক্যে স্বীকার করেন ডগলাস। প্রতিটি ভাষায় সিনেমা সেই ভাষাকে আরও সমৃদ্ধ করে। বিভিন্ন ধরনের চরিত্রের সঙ্গে সাধারণ মানুষ যদি নিজেদেরকে খুঁজে পায় তবেই তো সেই চরিত্র সফল।
