আজকাল ওয়েবডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদের দর্পচূর্ণ করে এসেছে বার্সেলোনা। তার আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকেও মাটি ধরিয়েছে ক্যাটালান ক্লাবটি।
বার্সার জয়জয়কার চলছে সর্বত্র। লা লিগার মাসের সেরার পুরস্কারগুলোও বার্সারই দখলে।
আগস্টে তিনটি পুরস্কার জিতেছিল বার্সেলোনা। মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন রাফিনিয়া। বার্সার ডাগ আউটে প্রথম মরশুমে মাসের সেরা কোচ হন হান্সি ফ্লিক। আর অনূর্ধ্ব ২৩ বছর বয়সীদের মধ্যে মাসের সেরা হন লামিনে ইয়ামাল।
সেপ্টেম্বরেও বার্সার প্রাধান্য থাকে। মাসের সেরা খেলোয়াড় হন ইয়ামাল। অক্টোবরেও বার্সারই দাপট। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে বার্সা। হান্সি ফ্লিকের মগজাস্ত্রে বধ হয়েছে রিয়াল মাদ্রিদ। স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি এল ক্লাসিকোয় একাই চারটি গোল করতে পারতেন। তিনি করেন জোড়া গোল।
অক্টোবরে পোল্যান্ডের স্ট্রাইকার গোল করেছেন ৭টি। মাসের সেরা খেলোয়াড়ও তিনি। মাসের সেরা কোচ পেয়েছেন ফ্লিক। অনূর্ধ্ব ২৩ বছর বয়সীদের মধ্যে সেরার সেরা হয়েছেন পেদ্রি। গত তিনমাসে বার্সার ফুটবলারদেরই দাপট দেখা গিয়েছে। এই তথ্যই বলে দিচ্ছে লা লিগায় বার্সা রয়েছে নিজের ছন্দেই।
