আজকাল ওয়েবডেস্ক: পেরিয়ে গিয়েছে ১৫ দিন। সমস্ত রকম চেষ্টা চললেও এখনও সম্ভব হয়নি সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যে। আধুনিক মানের অগার মেশিন যদিও আশার আলো দেখিয়েছিল, কথা ছিল বুধ কিম্বা বৃহস্পতিবারেই উদ্ধারকার্য সম্ভব হবে। কিন্তু বিকল হয়ে পড়ে সেই মেশিনও। তাতে বাড়ে বিপত্তি। এখন উদ্ধারের জন্য চলছে সুড়ঙ্গ কাটার কাজ। তবে এই উদ্ধারকার্যে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে প্রবল ঠান্ডা এবং বৃষ্টিপাত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তরাখণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, একই সঙ্গে তাপমাত্রা কমছে ব্যাপক হারে। ৪ হাজার মিটারের বেশি উচ্চতায় আবহাওয়াবিদরা তুষারপাতের পূর্বাভাস জারি করেছেন। দিল্লি থেকে দক্ষ শ্রমিক এনে ওপর থেকে পাহাড় কাটার কাজ চলছে। প্রায় ৬০ মিটার সুড়ঙ্গ খুঁড়ে পৌঁছতে হবে শ্রমিকদের কাছে। রবিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৯ মিটার কাটা হয়েছে সুড়ঙ্গ। যদি আর কোনো বাধা না আসে তবে ওপর থেকে সুড়ঙ্গ খুঁড়ে বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের কাছে পৌঁছানো যাবে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সুড়ঙ্গ খোঁড়ার সঙ্গে সঙ্গে ৭০০ মিলিমিটার লম্বা একটি পাইপ ঢোকানো হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় সেনা। উদ্ধারকার্যে রয়েছে এনডিআরএফও। দু" সপ্তাহের ওপর একই জায়গায় আটকে রয়েছেন শ্রমিকরা। ড্রিলিং মেশিন ভেঙে যাওয়ার পর আরও সময় লাগছে।
