আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে তিরুমালায় পাহাড়ের ওপর ভেঙ্কটেশ্বরের মন্দির পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল আটটার দিকে মন্দিরে যান মোদি। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ১৪০ কোটি ভারতবাসীর জন্য প্রার্থনা করলাম। সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং সমৃদ্ধি বজায় থাকুক।
?ref_src=twsrc%5Etfw">November 27, 2023
Om Namo Venkatesaya!
— Narendra Modi (@narendramodi)
Some more glimpses from Tirumala. pic.twitter.com/WUaJ9cGMlHTweet by @narendramodi
রবিবার রাতে তিরুমালায় পৌঁছন প্রধানমন্ত্রী। রেনিগিন্টা বিমানবন্দরে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আবদুল নাজির এবং মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি মোদীকে স্বাগত জানান। মন্দির পরিদর্শনের পর তেলেঙ্গানা গিয়েছেন প্রধানমন্ত্রী।
