নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী কুয়াশা বিশ্বাসকে। সম্প্রতি, ভালবাসার মানুষের সঙ্গে গোয়ায় দারুন মুহূর্ত কাটিয়ে এলেন এই অভিনেত্রী। সঙ্গে ছিল তাঁর প্রেমিক। এবার সেই ছুটি কাটানোর মুহূর্তের ছবি পোস্ট করে এই প্রথমবার নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন তিনি। জানিয়ে রাখা ভাল, কুয়াশার প্রেমিকও কিন্তু টলিপাড়ার বিশেষ একজন মানুষ। তিনি, চিত্রনাট্যকার সৌভিক ভট্টাচার্য।
প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন কুয়াশা বিশ্বাস এবং সৌভিক ভট্টাচার্য। রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সৌভিক। 'আবার প্রলয়' থেকে 'বাবলি' চিত্রনাট্য লেখার দায়িত্বে ছিলেন সৌভিক। রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক কুয়াশারও। সরস্বতী পুজোতে এই প্রযোজনা সংস্থার অনুষ্ঠানেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। সৌভিক আগেও তাঁদের দু'জনের ছবি প্রকাশ্যে এনেছেন। তবে গোয়ায় সফরের নিজেদের রোম্যান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে প্রথমবার ভাগ করে নিলেন কুয়াশাই।
এইসব ছবিতে কখনও হোটেলের কামরায়, কখন আবার সমুদ্র সৈকতে নানা মুহূর্তে ধরা দিয়েছেন কুয়াশা এবং সৌভিক। গোয়ার সমুদ্র সৈকতে বিকিনি পরে নিজের সাহসী ছবিও পোস্ট করেছেন কুয়াশা। এর আগে নিজেদের নিয়ে মুখ না খুললেও তাঁরা যে সম্পর্কে রয়েছেন, টলিপাড়ায় সেই খবর শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সূত্রের খবর, বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু। এবং কাজের ক্ষেত্রও যেহেতু এক, তাই দু'জনের মধ্যে বোঝাপড়াটাও তেমনই ভাল। কিছুদিন আগেই একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন কুয়াশা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি।
