আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখায়। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম, মন্টু। তাঁর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। স্থানীয় সূত্রে খবর, মন্টু মহেশতলা ২৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মামার বাড়িতে থাকতেন।
সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বজবজ-শিয়ালদহ লাইনে। নুঙ্গি ও আকড়ার মাঝে নিশ্চিন্তপুর ১১ নম্বর রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। ওই রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক। আচমকা চলন্ত ট্রেনের ধাক্কায় একপাশে ছিটকে পড়েন তিনি। তাঁর দেহটি খানিকটা দূরে টেনে নিয়ে যায় চলন্ত ট্রেনটি। ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ।
বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই রেল পুলিশে খবর পাঠান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা। যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।
চলন্ত ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উৎসবের আবহে যুবকের মৃত্যুতে শোকের ছায়া পরিবারেও।
