আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। তার পরেই দেশে ফিরে তাঁকে শুনতে হল চাকরি নট হচ্ছে। বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত একপ্রকার নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন কোচও স্থির করা হয়ে গিয়েছে। 

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দু' বছরের চুক্তি ছিল। আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। সেই টুর্নামেন্ট পর্যন্ত শ্রীলঙ্কান কোচের রিমোট কন্ট্রোল হাতে নেওয়ার কথা ছিল হাতুরুসিংহের। কিন্তু শ্রীলঙ্কান কোচকে শো কজ এবং সাসপেন্ড করা হয়। পরে বিসিবি-র সভাপতি ফারুক আহমেদ বলেন, ''বরখাস্ত করার আগে হাতুরুসিংহেকে শো কজ নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে। হাতুরুসিংহেকে আমরা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।'' 

কিন্তু কেন বরখাস্ত করা হচ্ছে হাথুরুসিংহেকে? বিসিবি সভাপতি বলেন, ''কিছু ঘটনার প্রেক্ষিতে হাতুরুসিংহেকে সাসপেন্ড করা হয়েছে।'' হাতুরুসিংহের কোচিংয়ে থাকা বাংলাদেশ ভারতের মাটিতে বিধ্বস্ত হয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সময়ে বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছিল হাতুরুসিংহের বিরুদ্ধে। 

আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। হাতুরুসিংহের ছুটি হয়ে গেল তার আগেই।