আজকাল ওয়েবডেস্ক : তেলেঙ্গানার বিআরএস সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিগত ১০ বছর ধরে তেলেঙ্গানায় কোনও উন্নতি হয়নি। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি তেলেঙ্গানাবাসীদের জন্য কিছুই করেননি। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানাবাসী বিআরএস সরকারকে বিদায় জানিয়ে দেবে। যুব, কৃষক, দলিত এবং পিছিয়ে পড়া মানুষরা এই সরকার থেকে কিছুই পায়নি। যে রাজ্য দেশের মধ্যে একসময় উন্নতির শিখরে ছিল সেখান থেকে এখন অনেক বেশি পিছিয়ে রয়েছে। ভোটারদের প্রতি অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা করে দেখান। রাম মন্দির থেকে শুরু করে ৩৭০ ধারা সবেতেই নিজের কথা রেখেছে বিজেপি সরকার। শুধু রাজ্যের দিকে খেয়াল করে ভোট দিলেই হবে না। দেশের উন্নতির কথা ভেবেও ভোট দিতে হবে বলে জানালেন অমিত শাহ। তেলেঙ্গানায় যদি বিজেপি ক্ষমতায় আসে তবে প্রতিটি দুর্নীতিবাজকে জেলে ভরা হবে। গোটা দেশের উন্নতি তখনই হবে যখন বিজেপি সরকার একসঙ্গে কেন্দ্র ও রাজ্যে কাজ করবে। তেলেঙ্গানাবাসীদের জন্য বিআরএস যা করতে পারেনি বিজেপি তা করে দেখাবে।
