আজকাল ওয়েবডেস্ক: রনজিতে জয়ের গন্ধ বাংলা শিবিরে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার রান বিনা উইকেটে ১৪১। ক্রিজে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (৫৯) ও অভিমন্যু ঈশ্বরন (৭৮)। বাংলা এগিয়ে ১৬০ রানে। চতুর্থ দিন বাংলা লিড আরও বাড়ানোর চেষ্টা করবে, এ কথা বলাই বাহুল্য। তার পরে বাংলার পেসাররা উত্তর প্রদেশের ব্যাটিং লাইন আপে ধস নামানোর চেষ্টা করবে।
প্রথম ইনিংসে বাংলা করেছিল ৩১১ রান। সুদীপ চট্টোপাধ্যায় সেঞ্চুরি হাঁকিয়ছিলেন। সুদীপ ঘরামি ৯০ রানের ইনিংস খেলেছিলেন। উত্তর প্রদেশের প্রথম ইনিংস থেমে যায় ২৯২ রানে। উত্তর প্রদেশের ইনিংসে ভাঙন ধরানোর পিছনে রয়েছেন মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ। দু' জনেই চারটি করে উইকেট নেন। মহম্মদ কাইফ নেন ২টি উইকেট। উত্তর প্রদেশের ব্যাটারদের মধ্যে আরিয়ান জুয়েল সর্বোচ্চ ৯২ রান করেন। সিদ্ধার্থ যাদব (৭৩) লড়ার চেষ্টা করলেও বাংলার প্রথম ইনিংস টপকাতে পারেননি।
বাংলা প্রথম ইনিংসে ১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য সুবিধা পাবে বঙ্গশিবির। দ্বিতীয় ইনিংসে বাংলার দুই ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ও অভিমন্যু ঈশ্বরণ উত্তর প্রদেশ বোলারদের শাসন করতে থাকেন।
সুদীপ ১০৯ বলে ৫৯ রানে অপরাজিত। পাঁচটি বাউন্ডারি মারেন তিনি। অন্যদিকে অভিমন্যু ঈশ্বরণ ১০৭ বলে ৭৮ রানে অপরাজিত রয়েছেন। সাতটি বাউন্ডারি মেরেছেন তিনি।
