আজকাল ওয়েবডেস্ক : রাজস্থানবাসীদের এবার মন বদলাবে। তারা ফের একবার কংগ্রেসকেই রাজ্যের দায়িত্ব তুলে দেবে। রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট বলেন, কংগ্রেসের ওপরেই মানুষের ভরসা আছে। সরকার গঠন করতে যে ম্যাজিক ফিগার লাগে তা আমরা পাব। রাজস্থানবাসীদের মন জয় করেছে কংগ্রেস। তাই বিজেপি খালি হাতেই ফিরবে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা দুজনে একসঙ্গে কাজ করছি। রাজস্থানে কংগ্রেসের মধ্যে কোনও ফাটল নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমাদের দুজনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই নিজেদের মধ্যে বিভেদ মিটিয়ে একসঙ্গে কাজ করতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপিকে কটাক্ষ করে পাইলট বলেন, বিজেপি যদি মনে করে মোদী ম্যাজিক দেখিয়ে রাজস্থানে ভোটে জিতবে তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। রাজস্থানের উন্নতি বিগত ৫ বছরে কংগ্রেস যা করেছে তারপর বিজেপির হারতে বেশি সময় লাগবে না। সুস্থভাবে ভোট করার জন্য প্রায় ৭০ হাজার পুলিশকে মোতায়েন করা হয়েছে। ৩২ হাজারে বেশি রয়েছে হোমগার্ড। এছাড়া ৭০০ কোম্পানি সিএপিএফও মোতায়েন করা হয়েছে।
