আজকাল ওয়েবডেস্ক: গাজায় পূর্ণ যুদ্ধবিরতি চান মালালা ইজসুফজাই। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাক সমাজকর্মী মালালা ইউসুফজাই মাত্র ১৫ বছর বয়সে তালিবানদের হাত থেকে কোনওমতে রক্ষা পেয়েছিলেন। এবার সাময়িক যুদ্ধবিরতিতে স্বস্তি পেয়েছেন তিনি। যদিও পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন আছে। কারণ ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ফের হামলার ইঙ্গিত দিয়েছেন। ফলে আতঙ্কিত মালালা। তিনি বলেছেন, ‘গাজায় খাদ্য ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ফের যুদ্ধ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই দুর্ভোগের অবসান হওয়া উচিত।’ এক্সে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালালা। গাজার শিশুদের সুরক্ষা চান বলে জানিয়েছেন তিনি।
