আজকাল ওয়েবডেস্ক : ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ হবেন জম্মু কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ফারুক আব্দুল্লাহ। তিনি বলেন, ভোটের ফল ঘোষণা হবার পর যেভাবে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস এগিয়ে রয়েছে তাতে এটা স্পষ্ট যে জম্মু কাশ্মীর বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ১০ বছর পর যেখানে ভোট হয় সেখানে মানুষের এই রায় তাদের পক্ষে গিয়েছে। তাই ওমর আব্দুল্লাহ এই পদের যোগ্য ব্যাক্তি।
তিনি আরও বলেন মানুষ বিজেপির দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এবার সঠিক সরকার গঠন করে মানুষের মধ্যে ভয় দূর করতে হবে। সমাজের প্রতি বিভাগ থেকে মানুষ যেন নিজের জীবনে উন্নতি করতে পারে। তাই যে রায় মানুষ দিয়েছে তাকে নিয়ে এগিয়ে যেতে হবে।
এদিন তিনি কংগ্রেস দলের প্রশংসা করে বলেন চলতি বছরের লোকসভা ভোটে কংগ্রেস দেখিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে কী করতে পারে। জম্মু কাশ্মীর ভোটে সেটাই আরও একবার প্রমাণিত হল। যদি ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস একযোগে কাজ করতে পারে তাহলে আগামী দিনে অনেক বেশি এগিয়ে যাবে কাশ্মীর।
