আজকাল ওয়েবডেস্ক : হরিয়ানা ভোটে বড় শিক্ষা পেল অরবিন্দ কেজরিওয়াল। যেভাবে ভোটের আগে অনেক বেশি আত্মবিশ্বাস দেখিয়েছিল তাকে কিন্তু তার ফল হল অনেক বেশি খারাপ। ৮৯ টি আসনে একলা চলার নীতি নিয়েছিল আপ শিবির তাতে তাদের মুখ থুবড়ে পড়তে হল। একটি আসনে নিজের খাতা খুলতে ব্যর্থ হল তারা।
হরিয়ানাতে বিজেপি এগিয়ে রয়েছে অনেক আসনে। তারা এক্সিট পোলকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক এগিয়ে রয়েছে। খুব কিছু ভুল না হলে তৃতীয়বার হরিয়ানাতে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
এদিন ভোটের ফল ঘোষণার পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের এই ফলের সামনে এনেছে। এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দল আরও এগিয়ে যাবে।
বিজেপি এবং কংগ্রেস এর কাছে প্রায় সবকটা আসনে অনেক পিছিয়ে রয়েছে আপ শিবির। এদিন কেজরিওয়াল বলেন কোনও ভোট হাল্কা ভাবে দেখা উচিত নয়। এই ফল আগামী দিনে আপের পক্ষে অনেক বেশি ভালো হবে। এর আগে নির্বাচন প্রচার করার সময় কেজরি বলেছিলেন আপের সাহায্য ছাড়া হরিয়ানা সরকার তৈরী হতে পারবে না। কিন্তু তার কথা তিনি নিজেই হজম করলেন। তবে কাশ্মীরে সকলকে অবাক করে একটি আসনে জয়লাভ করেছে আপ।
