আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হেরে চাপ বাড়ছিল রিয়াল মাদ্রিদের উপরে। সেই চাপ থেকে নিষ্কৃতি পেতে একটা জয়ের খুব দরকার ছিল। রিয়াল মাদ্রিদ সেই কাঙ্খিত জয় পেল ঠিকই। কিন্তু ভিয়ারিয়ালকে ০-২ গোলে হারানোর পরেও স্বস্তি ফিরল না মাদ্রিদের বিখ্যাত ক্লাবে। দানি কারভাহালের লিগামেন্টের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে কার্লো অ্যানচেলোত্তির। অস্ত্রোপচার করতে হবে কারভাহালকে। 

ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল। ১৪ মিনিটেই এগিয়ে যায় তারা। রিয়ালকে এগিয়ে দেন ভালভের্দে। শুরুতে পিছিয়ে পড়লেও ভিয়ারিয়াল কিন্তু সমানে রিয়ালের উপরে চাপ তৈরি করে গিয়েছে। সব কিছু করলেও গোলটা করে উঠতে পারেনি। ৭৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ব্যবধান বাড়ান রিয়ালের হয়ে। 

ভিয়ারিয়াল জয় যখন সম্পূর্ণ, তখনই চোট পান কারভাহাল। লিগামেন্টের চোট তাঁর। কয়েক মাসের জন্য ছিটকে গেলেন তিনি। ফলে অ্যানচেলোত্তির চিন্তা বাড়ল। কারভাহালের ছিটকে যাওয়ার দিন রিয়ালের অস্বস্তি বাড়ান ভিনিসিয়াসও। কাঁধ ও ঘাড়ে অস্বস্তি রয়েছে তাঁর।