আজকাল ওয়েবডেস্ক: চোখের মেকআপ–ই হল আপনার সাজের ইউএসপি। উইংগড আই নাকি স্মাজড্ আই– কেমন হবে এই পুজোর লুক? পুজোর আগে লুক নিয়ে কপালে ভাঁজ পড়ে সকলেরই। ডিজাইনার শাড়ি–ব্লাউজের সঙ্গে যদি মানানসই মেকআপ না হয় , তাহলে তো পুরোটাই মাটি। তাই রইল কিছু আই মেকআপ টিপস।
সকালের সাজে ব্যবহার করুন প্যাস্টেল শেডের আইশ্যাডো। চোখের উপরের অংশে সেটা পুরোটা না লাগিয়ে শুধু চোখের কোণে দিন। সরু করে পড়ুন আইলাইনার। আর ঠোঁটে থাকুক ন্যুড পিংক।
দীপিকা পাড়ুকোনের 'কান' লুক মনে আছে? আপনার নবমীর পার্টির সাজ হোক তেমনই। বোল্ড আই মেকআপ–এ ফুটিয়ে তুলুন উৎসবের মেজাজ। উইংগড আইলাইনার হল সবথেকে ভাল বিকল্প। রেট্রো সাজও বেশ মানানসই হবে। শিফন শাড়ি হোক বা নী–লেন্থ ড্রেস। রেট্রো মেকআপেই হবে বাজিমাত। সঙ্গে হেয়ারবান করতে ভুলবেন না।
সাজ আরও নজর কাড়া করতে পারেন রঙিন আইশ্যাডো কিংবা আইলাইনারে। চোখের নীচের পাতায় নীল কিংবা অলিভ গ্রিন আইলাইনার এখন ফ্যাশন ইন। যদি আপনি রঙিন আইশ্যাডো ব্যবহার করেন তবে আইলাইনার কালোই পড়ুন। উইংগড আইলাইনারের সঙ্গে ব্রাউন আইশ্যাডো মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনি নতুন স্টাইল স্টেমেন্ট তৈরি করতে পারেন। সাজ যেমনই হোক না কেন আত্মবিশ্বাসটা রাখবেনই সঙ্গে।