আজকাল ওয়েবডেস্ক: কোলাঘাট নয়, রূপনারায়ণও নয়। পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদে জালে ধরা পড়ল ইলিশ। প্রায় সিকি শতাব্দী পর এই অঞ্চলে ফের ধরা পড়ল জলের এই রূপালি শস্য। বাজারে সেই শস্য বিক্রি হল প্রতি কেজি ২১০০ টাকা দরে।
একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসির ছাড়া জল। দামোদরের জল বেড়ে প্লাবিত হয় জামালপুরের বিভিন্ন এলাকা। গুঞ্জন ওঠে ডিভিসির ছাড়া জলের স্রোতে বিপরীতে আসতে আসতে মোহনা থেকে কিছু ইলিশ ঢুকে পড়েছে জামালপুর এলাকায়। এরই মধ্যে স্থানীয় জেলে তপন বিশ্বাস বৃহস্পতিবার রাতে জাল ফেলেন দামোদরে। সকালে তাঁর জালে আটকা পড়ে এই ইলিশ মাছটি।
মাছের আড়তে নিয়ে গেলে আড়তদার সব মাছ বাদ দিয়ে ইলিশটির নিলাম শুরু করেন। ১২০০ টাকা থেকে শুরু হয়ে মাছের দাম ওঠে ২১০০ টাকায়। জামালপুরেরই বাসিন্দা লক্ষণ বিশ্বাস মাছটি কেনেন।
স্থানীয় জেলেদের মতে, প্রায় ২০ বছর আগে দামোদরের জলে ইলিশ পাওয়া যেত। দীর্ঘদিন ধরে এই মাছ দামোদরের জলে আর পাওয়া যাচ্ছে না। ইলিশ মূলত ঝাঁকের মাছ। কোনওভাবে এই মাছটি ঝাঁক থেকে বেরিয়ে এসেছিল। তবে একটি মাছ যখন ধরা পড়েছে আশা করা যায় আগামীদিনে আরও ইলিশ জালে উঠবে।
